স্টাফ রিপোর্টার ।। ফরক্কাবাদ ডিগ্রি কলেজ সদ্য দেয়া এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এবার এ কলেজের ৮২.৪৪ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ শিক্ষার্থী।
কলেজসূত্রে জানা যায়, এবার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ থেকে ৩শ’ ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ২শ’ ৯১ জন, অনুপস্থিত ০৫ জন। জিপিএ ফাইভ পেয়েছে দুই শিক্ষার্থী।
এবার কলেজের ব্যবসা শিক্ষা শাখা থেকে ৯৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭২ জন। মানবিক বিভাগ থেকে ১শ’ ২৮ জন পরীক্ষার্থী দিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৩ জন । কলেজের ০৩ জন অনুপস্থিত। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অন্য দুটি বিভাগ থেকে ভালো ফল করেছে। এ বিভাগ থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে ৬৩ জন শিক্ষার্থী পাস করেছে ০২ জন অনুপস্থিত এবং এ বিভাগে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কলেজ শিক্ষকরা জানান, বাংলাদেশের গড় ফলাফলের চেয়ে আমাদের ফলাফল অনেক ভালো। এবার সারাদেশের ৬৬.৬৪ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দেশের গড় পাসের হারের চেয়ে আমাদের ১৫.৮ ভাগ শিক্ষার্থী বেশি পাস করেছে। এজন্যে আমরা সত্যিই আনন্দিত। আমরা শিক্ষার্থীদের অভিনন্দিত করছি।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান ফলাফল সম্পর্কে বলেন, আমাদের এইচএসসির ফলাফল সাফল্যজনক হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এবার পরীক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। সব প্রতিকূলতা জয় করে শিক্ষার্থীরা কলেজের জন্যে এ ফলাফল অর্জন করেছে। কলেজের সম্মান রক্ষার জন্যে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। আশা করি, সবার প্রচেষ্টায় কলেজের ফলাফল আগামীতে আরো ভালো হবে।
কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী বলেন, প্রতিবারের মতো এবারো শিক্ষার্থীরা কলেজের জন্যে সম্মানজনক ফলাফল অর্জন করে এনেছে। কলেজ অধ্যক্ষসহ শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার কারণেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমি শিক্ষকদের ধন্যবাদ ও শিক্ষার্থীদের আন্তরিক অভিবাদন জানাই। তিনি কলেজের ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।