ফরক্কাবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ এ- রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সুজিত রায় নন্দী বক্তব্যে বলেন, বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার প্রতিযোগিতা চলছে। আমাদের কলেজের ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষার গুনগত মান বজায় রেখে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। আর এ জন্য শিক্ষকদেরকে আন্তরিক হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেন, কলেজের সার্বিক উন্নয়নে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। পবিত্র রমজান মাসে আমরা একত্রিত হয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞপন করছি। সকলে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের স্থায়ী দাতা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, পরিচালনা পর্ষদের সদস্য মো. রুহুল আমিন হাওলাদার, মো. জহিরুল ইসলাম তালুকদার, মো. জাহাঙ্গীর হোসেন মিয়াজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু। শিক্ষকদের মধ্যে সহকারী অধ্যাপক ফেরদৌসি বেগম, শাহ্ আলম টিপু, শেখ খাদিজা, মমতাজ বেগম ছবি, শান্তি রঞ্জন দে, মহিন উদ্দিন, মো. সালাউদ্দিন, রোকসানা বেগম, প্রভাষক দুলাল পাটওয়ারী, শুভঙ্কর দে, মো. জাহাঙ্গীর হোসাইন, নোমান সিদ্দিকী, হাবিবুর রহমান শেখ, ফেরদৌস নুর প্রমূখ। এছাড়াও কলেজের অনার্স (সম্মান) শ্রেনীর শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment