ফরাক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে এরা কারা? এরা কার দোষর। এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। তারা কখনো এ দেশের মঙ্গল চায় না। তারা সব সময় এদেশের সকল ভাল কাজে বিরোধীতা করে আসছে। তাই তোমাদেরকে ওই ধরনের লোকদের কাছ থেকে দূরে থাকতে হবে।

মাদ্রাসার প্রভাষক মো. আনিছুর রহমান শরীফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিষয় প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম খবর

Leave a Comment