ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের এইচএসসির ফলাফল সন্তোষজনক

স্টাফ রিপোর্টারঃ  সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমানের পরীক্ষার ফল বুধবার (১৭ জুলাই) প্রকাশিত হয়েছে। এবছর এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মধ্যে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজ।

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি,  বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি  বলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর সদরের মধ্যেই ভালো ফলাফল অর্জন করেনি, জেলার শীর্ষস্থান অধিকারীদের মধ্যেও অন্যতম তাই এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ড. মোহাম্মাদ হাসান খান বলেন, সন্তোষজনক ফলাফলে আমি আনন্দিত, তবে অত্যন্ত আনন্দিত হতে পারিনি, কারন তোমরা অনেকেই রেজাল্ট খারাপ করেছো, যারা ফলাফল খারাপ করেছো তারা আগামী বছর ভালো ভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করবে এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, তোমরা নিয়মিত ক্লাস করে, পড়াশোনা করে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করবে। তেমরাই আগামীর কর্ণধার।

অধ্যক্ষ ড. মেহাম্মাদ হাসান খান কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের অভিনন্দন জানান।

এবার মোট পরীক্ষার্থী ৩৭২ জন, উত্তীর্ণ হয়েছে ২৬১ জন ও অনুপস্থিত ০৬ জন। মোট পাসের হার ৭০.১৬%।

তবে চাঁদপুরের ঐতিহ্যবাহী এই কলেজটি  নানান প্রতিকূলতা মোকাবেলা করে এবারও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

একই রকম খবর