ফরাক্কাবাদ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান কলেজের মহাত্মা গান্ধী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল নবীনদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এই প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতায় এগিয়ে নিয়েছি, এ প্রতিষ্ঠানে তোমরা পড়াশুনা করে মানুষের মত মানুষ হবে।

তিনি আরো বলেন, তোমাদের কলম হউক শোষণ মুক্তির হাতিয়ার। তোমাদের এ প্রিয় কলেজকে তোমাদের অর্জনের মধ্যে দিয়ে দেশের সেরা কলেজ করতে হবে। তিনি বলেন “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে” আজকে নবীন আগামীতে তোমরাই জাতিকে নেতৃত্ব দিবে।
তিনি বলেন, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের সুন্দর্য চারদিকে ছড়িয়ে পড়েছে। একটা সময় আসবে এ কলেজ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভ্রমণে আসবে। আর এ স্বপ্ন প‚রণে এই কলেজকে সর্বাত্মক সহযোগিতা করছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, এই কলেজের শিক্ষার্থীরা পড়ালেখায় যথেষ্ট সুনাম অর্জন করছে। আর এটা সম্ভব হচ্ছে এই কলেজের শিক্ষকদের জন্য। তাই আমি কলেজের সকল শিক্ষককে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানাই।

কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মাদ হাসান খান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন, চাঁঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র স‚ত্রধর, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী, জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক এ এস এম জয়নাল আবদীন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি শাহজাহান চোকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদার, কলেক ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ তালুকদার, চাঁদপুর সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফ প্রমুখ। পরে অতিথিরা নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন।

একই রকম খবর