স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত রায় নন্দী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ তিনি একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৫ আগষ্ট) দুপুর ১টায় চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আলো বলেন, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে। আর এ মহান লক্ষ্য অর্জন করার জন্য আমাদের নতুন প্রজন্মুকে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হবে।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান বলেন, শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর নির্দেশনা মতে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের কাজ করে যেতে হবে। তাহলেই তোমরা ব্যাক্তিগত, সামাজিক ও কর্মক্ষেত্রে সফল হতে পারবে।
কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেনর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাডভোকেট বিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীন, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক মো. মহিন উদ্দিন, সহকারী অধ্যাপক শেখ খাদিজা প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও তার রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ফখরু ইসলাম। পরে অনুষ্ঠানের অতিথি ও শিক্ষার্থীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
এসব কর্মসূচীতে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, সকল শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিতি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।