মনিরুজ্জামান বাবলু : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতিসন্তান মো. জসিম উদ্দিন মজুমদারের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছেন সভাপতি র্যাব মহাপরিচালক ডক্টর বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।
জানা যায়, জসিম ২৯তম বিসিএসে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন। মেধাবী এই কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
১৯৮২ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নে জন্মগ্রহণ করেন জসিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন।