ফরিদগঞ্জে অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে নিশি আক্তার (১৯) নামে ৮ মাসের অন্ত:স্বত্তা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিষটাকাটালি গ্রাম শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিশির স্বামী ল²ীপুর জেলার সদর উপজেলার চররুহিতা গ্রামের শাহিন সর্দার ঢাকার ব্যবসা করে।

নিশির বাবার রব শেখ জানায়, তার মেয়ে নিশি অন্ত:স্বত্তা হওয়ার পর গত কয়েক মাস ধরে বিষকাটালি গ্রামেই থাকতো। বর্তমানে সে ৮ মাসের অন্ত:স্বত্তা। স্বামীর সাথে মুঠো ফোনে কথা হলেও ঈদের সময় শরীফ হোসেন ল²ীপুরে নিজের বাড়িতে আসলেও নিশির সাথে দেখা করতে নিশির বাবার বাড়িতে আসেনি।

এনিয়ে নিশির সাথে মুঠো ফোনে শরীফের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শািনবার পাশের চাচার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহনন করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ সন্ধ্যায়ই লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই জানান, বিষয়টি দু:খ জনক। অন্ত:স্বত্তা গৃহবধূর মৃত্যুর ঘটনাটি তদন্ত হওয়া প্রয়োজন।

একই রকম খবর