শাকিল হাসান, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাঁই হয়েছে ১৩ টি দোকান। শনিবার গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকনগুলোর মধ্যে ২ টি মুদি দোকান, ৩ টি মৎস্য আড়ৎ, ২ টি কনফেকশনারী, ২ টি সেলুন, ১ টি হার্ডওয়ার, ১ টি ফার্মেসী, ১ হোটেল এবং ১ টি চায়ের দোকান রয়েছে।
আড়তে মাছ বিক্রি করতে আসা চাষীরা সর্বপ্রথম আগুন দেখতে পান। পরবর্তীতে স্থানীয়দের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থ এক কনফেকশনারীর মালিক কামাল হোসেন জানিয়েছেন, তার দোকানে রক্ষিত মোবাইল ব্যাংকিং এর নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ অপর ব্যবসায়ী জনতা মৎস্য আড়তের মালিক মোস্তফা বেপারী জানান, আগুনে তার আড়তে রক্ষিত নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া চরের মাছ চাষীদের দেওয়া দাদনের হিসাব সম্বলিত সকল কাগজপত্র পুড়ে গেছে। ফলে অধিকতর আর্থিক লোকসানের শঙ্কায় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। সহায় সম্বল হারিয়ে অন্যান্য ব্যবসায়ীরাও এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. মাহফুজুর রহমান ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ^াস প্রদান করেছেন।