এস.এম ইকবাল: গত এক বছরের সময়কালে জনকল্যান বিভিন্ন কর্মকান্ডে সফলতা অর্জনের জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আলী আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
২৫ নভেম্বর (সোমবার) উপজেলা অডিটোরিয়ামে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো.আলী আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, ভাইস চেয়ারম্যান, জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান, মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, এইচ এম হারুন, উপজেলা যুলীগের যুগ্ন আহবায়ক ও তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির, যুবলীগ নেতা আরিফ পাটওয়ারী, কাইয়ুম গাজী, সুজন সরকার প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী দুই অতিথিকে উপজেলা পরিষদ ও চেয়ারম্যানদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।