ফরিদগঞ্জে চোরাই স্বর্নসহ দূধর্ষ চুরি কালে আটক-১

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ঈদগাওঁ মাঠ এলাকায় চোরাই মালসহ দূধর্ষ চুরি কালে বাড়ির মালিক ও এলাকাবাসী আফজাল(৪০) নামক এক চোরকে আটক করেছে। এ সময় তার সাথে থাকা চোর চক্রের অপর ৩ সদস্য টেরপেয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলার সদরের কাচিয়া পাড়া ঈদগাওঁ মাঠ এলাকার মো: হারুনুর রশিদের বাড়িতে। পুলিশ জানান আটক চোরের সাথে ২টি স্বর্নের রুলি ও নগদ ১৭হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্ততি চলছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করেছেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল রাকিব।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলার ঈদগাওঁ মাঠ এলাকার হাজি বাড়ির প্রবাসিমো: হারুনুর রশিদের স্ত্রীর শারমিন আক্তার তার পাকের ঘর থেকে দেখেন চোর ঘরে ভিতরে ঘুরাফেরা করছে। তিনি পাকের ঘরের পিছন দিয়ে এসে দেখেন ঘরের তালা ভেঙ্গে একটি চোর চক্রের সদস্য ঘরে প্রবেশ করে।

তিনি বাহির থেকে বুঝতে পেরে ঘরের বাহির দিয়ে তালা লাগিয়ে দিয়ে চোর চক্রের সদস্য আফজালকে আটক করেন। তাৎক্ষনিক এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। এরই মধ্যে চোর চক্রের ৪ সদস্যের ৩জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চোরের সাথে এলাকাবাসী ৩টি স্বর্নের রুলি,২জোড়া কানের দুল ও নগদ ১৭হাজার টাকা পান বলে জানান। এলাকাবাসী বিষয়টি তাৎক্ষনিক ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল রাকিবকে জানালে, তিনি থানার উপ-পরিদর্শক মো: নাজমুল ইসলাম সুজনকে ঘটনাস্থলে পাঠিয়ে ধৃর্ত চোর আফজালকে আটক করে রাতে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মো: নাজমুল ইসলাম সুজন জানান,ঘটনাস্থলে গিয়ে ধৃর্ত চোরকে আটক করে নিয়ে আসি। তার সাথে থাকা অপর ৩ চোরকে তার কথা মত বিভিন্ন স্থানে অভিযানও ব্যাপক চেস্টা চালিয়ে আটক করা সম্বব হয়নি। চোরের দলের বাড়ি মাদারীপুর জেলায়। তারা চাঁদপুরে হোটেলে ভাড়া থেকে জেলার বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে বলে চোর আফজল তাকে জানিয়েছে। আটক চোর আফজলের কাছে ২টি স্বর্নের রুলি ও নগদ ১৭হাজার টাকা পাওয়া গেছে। এ সব চোরের সাথে ফরিদগঞ্জের কেহ থাকতে পারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফরিদগঞ্জের কেহ নাই। তারা নিজেরা এখানে এসে চুরি করছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল রাকিব জানান,ঘটনা শুনার সাথে থানার অফিসারকে পাঠিয়ে চোরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে যে বাড়িতে চোর প্রবেশ করেছে,তারা মামলা দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য,এর পূর্বে ৬/৭মাস পূর্বে প্রবাসির স্ত্রী শারমিন আক্তারের এ বাড়িতে বড় ধরনের একটি চুরি সংঘটিত হয়। এলাকাবাসী জানান,সে ঘটনায় কোন মামলা নেওয়া হয়নি।

একই রকম খবর