স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জে জাল টাকাসহ তিন নারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকালে উপজেলার ইছাপুরা এলাকা থেকে তাদের আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো ফাতেমা বেগম(৩০), শিল্পি বেগম (৩৫) ও তাছলিমা বেগম (২৭)। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের বিভিন্ন দোকান থেকে জাল টাকা দিয়ে মালামাল ক্রয় করে।
পরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ইছাপুরা এলাকা থেকে আটক করে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশের এএসআই ইলিয়াছ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এসময় তাদের কাছ থেকে একহাজার টাকার ৪টি জাল নোট উদ্ধার করে। আটককৃত ফাতেমা ও শিল্পির বাড়ি উপজেলার চরপোয়া গ্রামে এবং অপর জন তাছলিমার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামদাসদী এলাকায়। পুলিশের ধারনা এরা পেশাদার জাল টাকার ব্যবসায়ী।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) অহিদুল ইসলাম জানান, জাল টাকাসহ আটককৃদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।