ফরিদগঞ্জে টেন্ডার ছাড়া ইউনিয়ন ভূমি অফিস ভেঙ্গে নেয়ার অভিযোগ!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের পরিত্যাক্ত ভূমি অফিস টেন্ডার ছাড়াই ভেঙে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। টেন্ডার ছাড়া অপসারণ করায় রাজস্ব হারিয়েছে সরকার।

সোমবার (১৩ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, গত কয়েকদিন স্থানীয় বাসিন্দা আলমগীর পাটওয়ারী পরিত্যাক্ত ভূমি অফিসটি ভেঙে নিয়ে যাচ্ছেন। শ্রমিকরা কাজ করলেও এই বিষয়ে কিছুই বলতে পারেননি।

খোঁজ নিয়ে জানাগেছে, বহুবছর পরিত্যক্ত হয়ে আছে এই ভূমি অফিসটি। এটি অপসারণ করার জন্য স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকবার প্রতিবেদন প্রকাশ হয়। এরপর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। কিন্তু হঠাৎ করে এটি কোন টেন্ডার ছাড়াই ভেঙে নিয়ে যাওয়ায় স্থানীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

অপসারণের দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর পাটওয়ারী জানান, পরিত্যাক্ত ভবনটি আমাকে ভেঙে পরিস্কার করার জন্য লিখিত অনুমতি দিয়েছে। এর বেশী কিছু আমি বলতে পারবো না।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি সংঘবদ্ধ চক্র উপজেলা প্রশাসনকে টেন্ডার দেয়ার প্রয়োজন নেই, কেউ টেন্ডার নিবেন না বুঝিয়ে নিরবে পায়দা নিয়েছেন। কিন্তু এটি টেন্ডার আহবান করা হলে স্থানীয় অনেকেই টেন্ডারে নেয়ার জন্য আগ্রহী ছিলেন এখনো আছেন।

স্থানীয় চেয়ারম্যান মো. সফিকুর রহমান পাটওয়ারী জানান, ভূমি অফিসটি পরিত্যাক্ত এবং ভেঙে পড়ে যে কোন সময় দূর্ঘটনা হতে পারে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার জানানো হয়েছে। এটি ভেঙে নিয়ে যাওয়ার জন্য কোন ঠিকাদার খুঁজে পাওয়া যায়নি। এরপর কিভাবে এটি ভেঙে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেয়া হয়েছে আমার জানা নেই।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) আলী আফরোজ জানান, পরিত্যাক্ত ভূমি অফিসটি টেন্ডার নেয়ার জন্য কোন লোক না পাওয়ার কারণে দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন স্থানীয় বাসিন্দা আলমগীর পাটওয়ারীকে নিজ খরচে ভেঙে নেয়ার লিখিত অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে কথা বলার জন্য চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাস (রাজস্ব) মো. জামাল হোসেন এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম খবর

Leave a Comment