এস এম ইকবাল : ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নের বদরপুর পাটওয়ারী বাড়ির ফজলুল কাদেও পাটওয়ারীর এক মাত্র শিশু পুত্র আব্দুল্লাহ (২) শনিবার সকালে বাড়ির পুকুরে পড়ে নিহত হয়।
পারিবারিক সূত্রে জানাযায়, ভোর রাতে সেহেরী খেয়ে ফজরের নামাজ শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সবাইকে ঘুমে রেখেই কোন এক সময় আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির পুকুরের পড়ে যায়।
সকালে তার মায়ের ঘুম ভেঙ্গেগেলে আবদুল্লাহকে পাশে না পেয়ে খোজাখুজির পর পাশ্ববর্তী পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডা. আসাদুজ্জামান জুয়েল তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে উপজেলার পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের কড়ৈতলী গ্রামের চন্দের বাড়ির প্রবাসী মো. সেলিম খাঁনের ছেলে ফারহান (৪) সকালে খেলার চলে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির অদূরে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।