ফরিদগঞ্জে ছাদ থেকে পড়ে পিইসি শিক্ষার্থীর মৃত্যু

এস.এম ইকবাল : ফরিদগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত রিহাব নামে মেধাবি ছাত্র চিকিৎসাধীন করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের তপদার বাড়ীতে এই ঘটনা ঘটে।

রিহাব উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের বিজিবি কর্মকর্তা দুলাল তপদারের ছেলে ও খাঁদখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবছর পিইসি পরীক্ষা দিচ্ছিল।

নিহতের স্বজনরা জানান, খাঁড়খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবি ছাত্র রিহাবের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রোল এক ছিল। শুক্রবার বিকালে তার বাড়ির ছাদে কবুতরকে খাবার দিচ্ছিল। অসাবধানতাবশত: সে ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে বাড়ির লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আমংকাজনক দেখে ঢাকা রেফার করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে শনিবার (২৩ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই রকম খবর