ফরিদগঞ্জে প্রতিপক্ষের হামলায় নারীসহআহত-৬

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় এক পরিবারের সন্ত্রাসী হামলায় ভাই বোনসহ সহ ৬ জন আহত হয়েছ।

রবিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৯ নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ধানুয়া বাজার সেকান্দর খান বাড়িত এই হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় একই পরিবারের সিরাজুল ইসলাম (৬৫) শহিদুল ইসলাম (৫২) মমিনুল ইসলাম (৫২) ফাতেমা বেগম (৪২) সাজুদা বেগম (৪৫)কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ।

প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন আহতের পরিবার।

আহত সিরাজুল ইসলাম জানান, ছোট ভাই শহিদুল ইসলাম তার ঘরের সামনে সিমেন্ট ও বালু দিয়ে পাকা করার সময় প্রতিপক্ষ আনিসুর রহমান, মিরাজ খান, তুহিন খান,মেহেদি হাসান, সোবাহান খান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তারা সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে একই পরিবারের ৬ জনকে গুরুতর আহত করে।

তারা সন্ত্রাসী কায়দায় ঘরের ভিতরে হামলা চালিয়ে নগদ টাকা ও মহিলাদের গলায় থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

একই রকম খবর