স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়ির ছাদ থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
৮ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনছার উল্লার বাড়ির ছাদে গাঁজা গাছ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২টি গাঁজা গাছ উদ্ধার করে।
জানা যায়, প্রয়াত মুক্তিযোদ্ধা আনছার উল্লার ছোট ছেলে মাদক সেবি জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদক সেবন করে জহিরুল ইসলাম তার মা ও বোনকে বেদম মারধর করা অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে মাদক সেবি জহিরুল ইসলামের মা জানায়, জহিরুল মাদকের টাকা না পাইলে প্রায় সময় আমাকে ও আমার মেয়েকে মারধর করে এবং ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। গতকাল পুলিশ এসে আমার ছাদ থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করে নিয়ে যায়।