ফরিদগঞ্জ অফিস: ফরিদগঞ্জে একই বাড়িতে বসবাসকারী মুসলিম ও হিন্দু পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একটি পক্ষ থানায় ও আরেকটি পক্ষ আদালতে মামলা দায়ের করে প্রতিকার চায়।
কিন্তু, একটি পক্ষ এলাকার একটি স্বার্থান্বেষী কুচক্রি মহলের সহযোগীতায় এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সংখ্যালঘুর উপর হামলা, হিন্দু পরিবারের উপর মুসলমান পরিবারের হামলার নাম দিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ১৫ নং রুপসা ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁও গ্রামের কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রব মাস্টার সাথে একই খোকন দেবনাথের সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো।
এনিয়ে গত শনিবার সকালে আব্দুর রব মাষ্টার(৭০) তার নিজস্ব মালিকানাধিন ভোখদখলীয় সম্পত্তিতে থাকা লটকন গাছের চারপাশে বেড়া দেন। কিন্তু, প্রতিপক্ষের খোকন দেবনাথ এলাকার কতিপয় সন্ত্রাসীকে ভাড়া করে এনে বেড়াটি খুলে ফেলে দেন। পরবর্তীতে দুপুর বেলায় এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রব মাস্টার ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় খোকন দেবনাথ গংরা। এতে সত্তোর উর্ধ্ব বৃদ্ধ অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রব মাষ্টার গুরুত্বর আহত হন।
এদিকে হামলার এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রব মাষ্টার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। অপরদিকে খোকন দেবনাথ গংরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে।
এবিষয়ে আব্দুর রব মাষ্টারের ছেলে মুহিত খাঁন বলেন, আমার বাবা ৭০ উর্ধ্ব বৃদ্ধ মানুষ। একজন অবসর প্রাপ্ত শিক্ষক। আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে যে কোন কিছু করতে গেলেই খোকন দেবনাথ গংরা বাঁধা প্রদান করে। তারা আইন বিচার শালিস কোন কিছুই মানতে চায়না। এলাকার কতিপয় দুষ্ট লোক সম্পত্তিগত বিরোধ নিরসনে বাধা প্রদান করছে। আমার বাবা প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন।
অপরদিকে এবিষয়ে খোকন দেবনাথের বক্তব্য নেওয়ার জন্যে একাধীকবার চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।