ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুর ফরিদগঞ্জ ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন এক নং ওয়ার্ড জামালপুর গ্রামে সৎ ভাইকে ভিটি ছাড়া ও সম্পত্তি না দেওয়ার অভিযোগ উঠেছে।
সরজমিনে গিয়ে জানা যায় সেলিম কাজি ও মনির কাজি দুই ভাইয়ের মধ্যে সম্মত্তি ও টাকা-পয়সা নিয়ে ঝামেলা চলছে, মনির হোসেনের পিতা অহিদুল্লাহ কাজী তিনটা বিয়ে করেছে তার প্রথম ঘরের তিনটি ছেলে ও একটি মেয়ে, দ্বিতীয় ঘরে ১ টি ছেলে ও ১টি মেয়ে এবং তৃতীয় ঘরে চার ছেলে ও দুই মেয়ে আছে।
পৈত্রিক সম্মত্তি না পাওয়া সেলিম কাজি জানান আমি আমার সৎ ভাইদের কাছে পাওয়া পৈত্রিক সম্পত্তি চাই। যার মধ্যে ৩০২ জামালপুর মৌজায় ৪ নং খতিয়ানে মোট ১৭টি দাগে ১৭৫ শতাংশ, ১৪৬ নং ঘোড়াশালা মৌজায় ১০ নং খতিয়ানে ৬৬৭ নং দাগে ১৯ শতাংশ,১৪০ নং রূপসা মৌজায় ৩৪ নং খতিয়ানে ১৭৩৫ রাজস্ব ৩২৯০ দাগে রূপসা বাজারে দোকান ২ শতাংশ, এছাড়াও রূপসা মৌজায় বিভিন্ন দাগে এক প্লটে ৯৫ শতাংশ অন্য প্লটে ৫৫ শতাংশ, ২৬৫ নং পাইকপাড়া মৌজায় বিভিন্ন দাগে প্রায় ১০০ শতাংশ ভূমি রেখে যান।
এছাড়াও চট্টগ্রামে আমিনবাজারে বাড়ী সহ ৭.৫০ গন্ডা ভূমি রেখে যান বলে সেলিম কাজী জানায়।আরো অজ্ঞাত সম্পত্তি রয়েছে। তিনি অভিযোগ করে বলেন আমার বাবার রেখে যাওয়া কোটি টাকার সম্পদ রেখে যান।তারা সম্মত্তি সৎ ভাই মনির গংরা আমার উপর অত্যাচার জুলুম করে আসছে।তারা আমাকে হুমকি দেয় মেনে পেলবে বলে তাই প্রাণের ভয়ে থানায় অভিযোগ দায়ের করি ।
এ বিষয়ে ¯হানীয় ইউপি সদস্য মনির হোসেন বলেন সেলিম কাজী ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করে আমাকে জানায় কিন্তু মনির কাজীরা আমলে নেয়নি। আমি বিষয়টি নিয়ে মনির কাজীর বাড়ীতে গিয়ে বসার প্রস্তাব করলে মনির গংরা পাত্তা দেয়না। এই সেলিম কাজি থানায় ২০ জুন লিখিত অভিযোগ করেন
মনির কাজির জানান মৃত আমার বাবা অহিদুল্লাহ কাজি আমার বাবার সকল ঘরের সন্তানদের ৫ শতক করে সম্পত্তি লিখে দিয়েছে, সেলিম কাজি তার সম্পত্তি বিক্রি করে একটি ট্রাক ক্রয় করেছেন, এবং বিভিন্ন সময় আমার কাছ থেকে বহুবার টাকা নিয়েছেন আমি এখনো তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা পাওনা। তার অভিযোগ সেই সম্পত্তি পাবে, সম্প্রতি মেপে যদি সম্পত্তি পায় তাহলে তার সম্পত্তি সে নিবে । তাতে আমাদের কোন অভিযোগ নেই।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।