স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত মামলার আসামী মো. বিল্লাল হোসেন (৩৮) পিতা-মৃত আবুল বাশারকে ৫ মে (রবিবার) রাতে ৪শ ৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের একটি দল বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব মাদক ব্যবসায়ীকে আটকের কথা নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীরা দেশ ও জাতির শত্রু। আমার থানার কয়েকজন চৌকস অফিসারদের নিয়ে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমি আশাবাদি এই যুদ্ধে আমি জয় হবোই এবং ফরিদগঞ্জকে মাদক মুক্ত করে গড়ে তুলবো।