ফরিদগঞ্জে ৪শ ৫০পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত মামলার আসামী মো. বিল্লাল হোসেন (৩৮) পিতা-মৃত আবুল বাশারকে ৫ মে (রবিবার) রাতে ৪শ ৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশের একটি দল বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব মাদক ব্যবসায়ীকে আটকের কথা নিশ্চিত করে বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবীরা দেশ ও জাতির শত্রু। আমার থানার কয়েকজন চৌকস অফিসারদের নিয়ে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আমি আশাবাদি এই যুদ্ধে আমি জয় হবোই এবং ফরিদগঞ্জকে মাদক মুক্ত করে গড়ে তুলবো।

একই রকম খবর

Leave a Comment