চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প, বালিথুবা ইউনিয়ন ভূমি অফিস, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউডিসি পরিদর্শন ও ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প, বালিথুবা ইউনিয়ন ভূমি অফিস, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ ও ইউডিসি পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
পরিদর্শন শেষে ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।