ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

এস এম ইকবাল ঃ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিতসভা ২৪ এপ্রিল (বুধবার) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেন,আমাদের জাতীয় জিডিপির হার ৮.৩ শতাংশ, পৃথিবীর দ্রæত ডেভেলোপম্যান্ট পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের মাথাপিছু আয় ১৯০৯ ডলার। দেশের একটি মানুষও না খেয়ে নেই, সবাই এখন খেতে পারছে, শারীরিক সমস্যা গ্রস্ত কিছু মানুষ হয়তো কষ্ট পাচ্ছে।

তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ পরাজিত করতে পারবে না। এ বিষয়ে তিনি পবিত্র কোরানের একটি আয়াত উল্লেখ করে বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, তবে রশিতে এক দুইটি রাজাকার থাকলে রশি ছিড়ে যাবে।

তিনি তার রাজনৈতি অবস্থান সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমি ফরিদগঞ্জ আলীয়া মাদ্রাসায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী ছিলাম। তার পরে চাঁদপুর কলেজ ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি। যুদ্ধ শেষে মাষ্টার্স ডিগ্রি শেষ করে কোন সরকারি চাকুরী করিনি, দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগদান করেছি। অল্প বেতনে ইত্তেফাকে যোগদান করে সাংবাদিকতায় দেশ-বিদেশে কাজ করেছি। অর্থাৎ ৭২-৭৫ সময়ে রাজনীতিতে প্রফেশনাল ছিলাম না। বঙ্গবন্ধু হত্যার পর রাজপথে নেমেছি আজও রাজনৈতিতে আছি। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দূর্ণীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো ট্রলারেন্সকে অভিনন্দন জানিয়ে আমার নির্বাচন পূর্ব ও পর এ ¯েøাগান অব্যাহত রেখেছি।

জেলা আওয়ামীলীগের সভাপতির বক্তব্যের প্রসংশা করে বলেন,ফরিদগঞ্জে ২০০৫ হতে আওয়ামীলীগের যত কমিটি হয়েছে তাদের গঠিত কমিটিগুলোর মধ্যে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ও আমি নিজে উপদেষ্টা ছিলাম। আমাদেরকে কি কারনে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া বেলটের মাধ্যমে ছাত্রলীগের নির্বাচিত কমিটিকে বাতিল করে ছুড়ে ফেলা হয়েছে। জেনারেশনের ধারাবাহিকতা আমাদের রক্ষা করে চলতে হবে। পরে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করেনেন।

সভায় অতিরি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র নাছির উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌর আ‘লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হক।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন , জেলা আ”লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাকটর, আ”লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান জি এস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লাহ তপদার, ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মোতাহার হোসেন রতন, আওয়ামীলীগ নেতা খাজে আহম্মদ মজুমদারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment