ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যর রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।

এসময় তিনি বলেন, আজ বাংলাদেশ এমন একটি স্থানে এসে পৌছেছে , যেখানে দাড়িয়ে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবো। আমাদের বিশাল জনগোষ্ঠী আজ পর্যায়ক্রমে জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেই বাংলাদেশকে এক সময় বিদেশী তলা বিহীন ঝুড়ি বলতো, সেই বাংলাদেশ আজ দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশের স্থাপনের পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ পক্রিয়া শুরু হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্য মান। শুধু তাই নয় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনাও শুরু হয়েছে। এই সকল কিছুরই দাবীদার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। তাই আমাদের সকল নেতাকর্মীর কর্তব্য ও দায়িত্ব সরকারের এসব অর্জনকে জনগণের সামনে তুলে ধরা। এজন্য সকলের আগে যুবলীগকে এগিয়ে আসতে হবে। কারণ যুব শক্তির কাছে কোন শক্তিই বড় নয়।.

তিনি আরো বলেন, যারা বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে দলের সাথে মোনাফেকি করে তাদের থেকে সতর্ক থাকতে হবে । আগামী নির্বাচনে এই আসন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উপহারদেয়ার মাধ্যমে আমরা সেই মোনাফেকদের উপযুক্ত জবাব দেবো ।
উপজেলা যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সি.যুগ্মআহবায়ক হাজী সফিকুর রহমান ও মহিউদ্দিন ইরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন স্বপন ।

এছাড়া ইফতার অনুষ্ঠানে জেলা , উপজেলা , পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment