ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রাজনৈতিক, সামাজিক সুশীল সমাজের এবং এতিমদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া এমপি বলেছেন, জেল খানা থেকে মুক্তি পাওয়ার পর আমরা যেভাবে আনন্দিত হই। তেমনি পৃথিবী নামক জেলখানা থেকে মুক্তি পেতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে।
শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আজকের ইফতার মাহফিলে সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে এবং এতিমদের উপস্থিতির মাধ্যমে আসুন আমরা আমাদের আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করি।
তিনি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। এমাসে পবিত্র কোরআন নাজিলসহ মুসলিম জাহানের জন্য আল্লাহ সব কিছুই করেছেন। তাই এবাদতের মাসে আমরা আমাদের নেক হাসিলের জন্য কাজ করবো। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব ফরিদগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের জন্য আশা আঙ্খাংকার প্রতীক হয়ে উঠেছে। সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে এই সংগঠনটির সংবাদকর্মীরা কাজ করছে বলেই আমরা যারা জনপ্রতিনিধি হয়ে সমাজ ও দেশ উন্নয়নে কাজ করতে সমর্থ হচ্ছি। আশা করছি আগামী দিনগুলোতে তারা এধারা অব্যাহত রাখবে।
প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ফারুক আহমদ এর পরিচালনায় আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা নিবার্হী অফিসার এ.এই.এম মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, যুগ্মসম্পাদক ও ভাইসচেয়াম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, ফরিদগঞ্জ থানা অফিসার ইন চার্জ অ্যাড. শাহআলম, উপজেলা জেলা আওয়ামীলীগের বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগের সি.সহসভাপতি রফিকুল আমিন কাজল, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যা তপাদার, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান। এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী সকল সংবাদকর্মীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহŸায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সি.যুগ্মআহŸায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূইয়া ইরান, সাবেক পৌর প্রশাসক শফিকুল ইসলাম পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌর বিএনপি সাধারন সম্পাদক আমানত গাজী, বিশিষ্ট ঠিাকাদার ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা বাসদ সমন্বয়ক কমরেড হারুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ সহসভাপতি আজমুর বেগম, যুবমহিলালীগ সভাপতি রাজিয়া সুলতানা দিপু ফরিদগঞ্জ উপজেলা সংবাদপত্র এজেন্ট মাও. তাজুল ইসলাম, জেলা স-মিল মালিক সমিতির সভাপতি হাজী নাছিরসহ উপজেলার বিভিন্ন সরকার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। এছাড়া ইফতার অনুষ্ঠানে ফরিদগঞ্জ সদর এতিমখানায় এতিমরা অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাও. ইউনুছ।