স্টাফ রিপোর্টার ॥ ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সেকদী পালতালুক যুবসমাজের উদ্যোগে গত ২২ জুন শুক্রবার সিকেল ৩টায় মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
১নং বালিথুবা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতা মোঃ কামরুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. হাসান খান।
তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শাড়িরিক ও মানশিকতা ভালো থাকে। তোমরা বালোভাবে খেলাধুলা করো একদিন তোমরাই ভালো খেলোয়ার হিসেবে দেশের মুখ উজ্জল করবে। খেলাধুলার পাশা পাশি পরালেখা করতে হবে, পরালেখার কোন বিকল্প নেই। পরালেখা ও খেলাধুলার পাশা পাশি তোমরা মাদক, ইভটেজিং, বাল্যবিবাহ, সন্ত্রান, জঙ্গীবাদের বিরুদ্ধে আন্দলন গড়ে তুলতে হবে।
মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পারবেজ করিম বাবু, ১নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মানছুর আলম খান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মামুন হোসেন মজুমদার, চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মো. আলমগীর হোসেন তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নেছার আহমেদ তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক মো. টুটুল মজুমদার, মোঃ গোলাম মোস্তফা পাটওয়ারী, আঃ সালাম, মো. মাসুম, মোঃ মাঈন উদ্দিন পাটওয়ারী, ১নং বালিথুবা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাসেল মজুমদার প্রমুখ।