স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিয্যহবাহী শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা ২৮ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
শাহমাহমুদ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আকতার হোসেন মিয়াজীর পরিচালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান নান্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম দুলু মোল্লা, সাধারন সম্পাদক আঃ হান্নান খান মিলন,যুগ্ম সাধারন সম্পাদক শাজাহান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব বর্ধন প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির সাবেক সভাপতি আঃ মতিন তপাদার ভুট্টো, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, বিলকিস আক্তার, মহামায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, পশ্চিম ভাটেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্ররীগসহ অনান্য নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ইউনিয়ন পর্যায়ে ২৮নং পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালক) এবং উত্তর শাহতলী যোবাইদা সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল চ্যাম্পিয়ান হয়।