এমএম কামাল : চাঁদপুরের বিদায়ী চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নারী কল্যাণ (পুনাক) সমিতির আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে অতিরিক্ত পুললিশ সুপার মো. মিজানুর রহমান ও নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ক্রেস্ট প্রদান করেন। এ সময় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পুলিশ সুপারের স্বামী মো. হেলাল, পুনাকের সহ-সভাপতি জুমা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন দাস, কচুয়া উপজেলার অফিসার ইন্সার্জ মাহবুব আলম, ইনেস্পেক্টার মোঃ আলমগির, শাহরাস্তি অফিসার ইন্সার্জ মোঃ মিজানুর রহমান, পুলিশ লাইন্স আর আই মোঃ আশরাফ, পুলিশ লাইন্স আর ওয়াই আঃ রহিম, পলিশ লাইন্স আর ওয়ান মোঃ সাঈদ, আবুবকর ছিদ্দিক, অমল বাবু, পুনাক প্রশিক্ষিকা শিপরা দাস, এ এস আই হুমায়ুন কবির, কনেস্টেবল হীরা সরকার, নারী কনেস্টেবল ফারজানা আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুল বিছানো পথে চাঁদপুর থেকে বিদায় নিলেন চাঁদদপুরের ইতিহাসের অন্যতম সফল পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
বদলী সূত্রে গাজীপুর জেলায় যোগদানের উদ্দেশ্যে রবিবার বিকাল সাড়ে ৪ টায় পুলিশের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী ফুল সজ্জিত গাড়িতে রশ্মি টেনে জেলার সকল পুলিশ অফিসার তাঁকে বিদায় জানান।
এ সময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীসহ চাঁদপুর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পুলিশের সুসজ্জিত পুলিশদল তাঁকে বিদায়ী সালাম প্রদান করে। সালাম প্রদান শেষে তিনি উপস্থিত সকল পুলিশ অফিসার ও ফোর্স, গণ্যমান্য ব্যক্তি এবং পুনাক সদ্য শিশুদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।