চাঁদপুরে অধ্যক্ষ ফেন্সি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এমএম কামাল : চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সির পৈশাচিক হত্যা কাণ্ডে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নিহত ফেন্সির মেয়েসহ পরিবারের ব্যাক্তিবর্গ এ মানববন্ধন করেন।

এ সময় নিহত শাহীন সুলতানা ফেন্সির মেয়ে ডা. ফামেতা জহির ফুষ্পা বলেন, আমার মায়ের মৃত্যুর পর কবরে নেওয়ার আগে একজন মুসলমান নারী হিসেবে যা করণীয়, সব আমি নিজ হাতে করেছি এবং আমি একজন ডা. হিসেবে খুব ভাল করে দেখেছি আমার পিতা অ্যাড.জহির কি নিষ্ঠুর নির্মম ভাবে আমার মাকে ক্ষত-বিক্ষত করে মেরেছে। কি দোষ ছিল আমার মায়ের? আমার মায়ের সাথে ৩৫ বছর সংসার করে নিষ্ঠুর ভাবে আমার মাকে হত্যা করেছে। আমরা আমাদের মাকে হারিয়েছি, এর বেদনা শুধু আমরাই বুঝি, আমি আমার মায়ের লাশ নিজে গোসল করিয়েছি, দেখিছি হত্যার চিহ্ন। এ সময় ফাতেমা জহির ফুষ্পা কান্নায় ভেঙ্গে পড়েন।

শাহীন সুলতানা ফেন্সির মেয়ে ডা. ফামেতা জহির ফুষ্পা,আমরা ন্যায় বিচার আশা করছি । মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার যাতে আমরা পেতে পারি তাই প্রশাসনের কাছে দাবী করছি । মামলায় কেউ যাতে প্রভাবিত করতে না পারে সেই দাবীও জানাচ্ছি । চাঁদপুরে মহিলা সমিতি,সংস্থা কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি ।

এ সময় ফেন্সির ভাই মো. নঈম উদ্দিন খান, ফোরকান উদ্দিন খান, খাদিজা ফোরকানসহ আত্মীয় স্বজন ও পরিবারের অন্যান্য লোক উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment