ফেসবুকে চাঁদপুরকে করোনার রেড জোন ঘোষণার গুজব!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলাকে করোনার রেড জোন ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব চলছে। বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ধরে ফেসবুকে অসংখ্য মানুষ এই গুজবটি পোস্ট করে স্ট্যাটার্স দেন।

এসব পোস্টে লাইক ও কমেন্টও হয়েছে বেশুমার। এতে বিব্রত হন অনেকেই। তবে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে এমন কোনো ঘোষণা হয়নি সাম্প্রতিক সময়ে।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, সারাদেশের করোনা পরিস্থিতি এখন ভয়াবহ পর্যায়ে রয়েছে। এখন আর কোনো জেলা-উপজেলাকে রেড/ইয়েলো জোন ঘোষণা করা হচ্ছে না। চাঁদপুর জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে বলে গত ২ দিন ফেসবুকে যে তথ্য প্রচার করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। স্বাস্থ্য বিভাগ থেকে এ ধরণের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

একই রকম খবর