চাঁদপুরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা

কাউছুল উল রাব্বি : বাংলার অবিসাংবাদিক নেতা, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের আয়োজনে আগষ্ট মাসব্যাপী কর্মসূচীর আলোকে  ১১ আগষ্ট চাঁদপুর টাউন হল মার্কেটের ৩য় তলায় নিজ কার্যালয়ে বেলা ১২টায় বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং চাঁদপুর সদরের ২টি ইউনিয়নে নৌকার পক্ষে গনসংযোগ করে আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা শাখার সভাপতি ও চাঁদপুর ৩ (সদর ও হাইমচর)  আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

এসময় তিনি বলেন, আমাদের মুসলমানদের পিতা ইব্রাহিম (আঃ) যখন বাইতুল্লাহ পূর্ন নির্মান করে মহান আল্লাহতালার কাছে ফরিয়াদ করে বলেন মাবুদ তুমি আমার বংশের লোকে নেতা তৈরি করে এই কাবা ঘরকে রক্ষা করো। তারপর তার বংশের দুজহানের বাদশা, তাজদারে মদিনা হযরত মোহাম্মদ (সঃ)  নেতা হলেন এবং ঘর রক্ষা করে পুরো বিশ্বে ইসলাম প্রচার করলেন। তদরূপ বঙ্গবন্ধুকে হহত্যা ককরে শত্রুরা ভেবেছিলো বঙ্গবন্ধুর নেত্রীত্ব শেষ করে দিবে কিন্তু আল্লাহতালা বঙ্গবন্ধুর উত্তরসুরি আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনাকে বর্হিবিশ্ব জার্মানিতে বাচিয়ে রেখে আবারো বঙ্গবন্ধুর বংশের নেতৃত্বে শেখ হাসিনার মাধ্যমে এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে রূপান্তর করেছে। এজন্যই বঙ্গবন্ধু ছিলেন প্রকৃত মমিন ও ঈমানদার।

অনুষ্ঠানের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী নেতা শামসুজ্জামান পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ ভূইয়া, বাংলাদেশ বর্ডার গার্ডারে (অবঃ) সুবেদার জাকির খান, ১০নং মডেল লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি সফিউল্লাহ খান প্রমুখ।

এসময় রেদওয়ান খান বোরহান চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের সরদার কান্দি জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করে।

বিকালে চাঁদপুর সদরের ২নং আশিকাঠির হাফানিয়া বাজার, চাঁদখার দোকান ও ১নং বিষ্ণপুর ইউনিয়ন কাজির বাজার, লালপুর বাজারে আগামী একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে ব্যাপক গনসংযোগ করে এমপি প্রার্থী  আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

একই রকম খবর

Leave a Comment