স্টাফ রিপোর্টার : চাঁদপুরে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগের ব্যাপক কর্মস‚চীর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
একই দিনে সকাল পৌনে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃবৃন্দরা। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মস‚চির অংশ হিসেবে একইদিনে একই স্থানে সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।