শাহমাহমুদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ( ২৪জুন) রবিবার শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

দেশের সকল বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করা এবং বিভিন্ন প্রতিযোগিতায় সংগ্রামী হওয়ার লক্ষ্যে এই টৃর্ণামেন্টের আয়োজন।

উক্ত টুর্ণামেন্ট উদ্বোধন করেন টুর্ণামেন্ট কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, আশিকাটি ইউপি চেয়ারম্যান ও শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মাষ্টার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাটেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান খান মিলন, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহনেওয়াজ খান, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, ভড়ংগারচর সপ্রাবি’র সভাপতি মজিব হাওলাদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক ক্বারী, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম ফারুকী, মহামায়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, মান্দারী সপ্রাবি’র প্রধান শিক্ষক এমিলি খান, যোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দক্ষিণ ভাটেরগাঁও সপ্রাবি’র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবি’র প্রধান শিক্ষক আরিফুর রহমান, পূর্ব ভাটেরগাঁও সপ্রাবি’র প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ভড়ংগারচর সপ্রাবি’র প্রধান শিক্ষক এমরান হোসেন, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সদস্য দেলোয়ার হোসেন তপদার, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাছান প্রমুখ। উদ্বোধনী খেলায় মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিক উভয় স্তরে ২-০গোলে ভড়ংগারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা স্তরকে পরাজিত করে শুভ সুচনা করে।

একই রকম খবর

Leave a Comment