বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ হওয়ায় ডা. দীপু মনির কৃতজ্ঞতা

চাঁদপুর খবর রিপোর্ট : কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ হওয়ায় বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকললের প্রতি অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং চাঁদপুর- (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি।

শনিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৮টায় তাঁর সোস্যাল মিডিয়া (ফেসবুক) আইডি থেকে তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ নবম ও দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আমরা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে পেরেছি। দেশকে আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারছি।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও জনগণ নৌকা প্রতীকে ভোট দেবেন বলে আশা করেন ডা. দীপু মনি এমপি।

একই রকম খবর

Leave a Comment