চাঁদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুরা এখন সব কিছু জানতে পারছে। তাদের যদি বিশ্বের নাম করা খেলায়োড়দের নাম জিজ্ঞেস করা হয়, তারা খুব সহজেই বলতে পারছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

সোমবার (৩০ জুলাই) দুপুরে বাবুরহাট কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রাফি বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বছরের শুরুতে নতুন বই হাতে পাচ্ছে শিশুরা। এটা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। তাই খেলাধুলার মাধ্যমে শিশুদের মন ও শরীর সুস্থ রেখে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী ,৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।

এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে সফরমালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা ফুটবলে কল্যাণদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

একই রকম খবর

Leave a Comment