প্রেস বিজ্ঞপ্তি : মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. সেলিম মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এ সময় তারা ঘরের টিভি, ফ্রিজ, আলমিরাসহ বিভিন্ন আসবাবত্র ভাংচুর করে এবং ঘরে থানা নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা লুটে নেয়। বৃহস্পতিবার (১৭ মে ) দুপুর ১২টার দিকে এ হামলা চালানো হয়। এ তথ্য জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম জানান, নাউরী গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ও ফতেপুর পশ্চিম ইউনিয়নে ইউপি সদস্য দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেলযোগে প্রায় ৫০ জনের একটি দল অস্ত্রসহ প্রথমে আমাদের দেওয়ানকান্দি গ্রামের মাঝি বাড়িতে যায়।
সেখানে গিয়ে তারা আমার ভাই জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. সেলিম মিয়া ও আমাকে খুঁজতে থাকে এবং গালাগাল করে। সেখানে আমাদের না পেয়ে আমাদের অপর বাড়ি কলাকান্দা সরদার বাড়িতে গিয়ে বসতঘরে হামলা চালায়। এ সময় তারা ঘরের টিভি, ফ্রিজ, আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। সেই সঙ্গে ঘরে নগদ ১ লাখ ৯৫ হাজার টাকা লুটে নেয়।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, অভ্যন্তরীণ দলীয় রাজনৈতিক কোন্দলের কারণেই এ হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।