বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুমিল্লা রোডস্থ একটি বানিজ্যিক কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আলম পলাশের সভাপতিত্বে জেলার প্রতিটি উপজেলার সাংবাদিক সদস্যকে নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা আহবায়ক কমিটির গঠন করা হয়। এতে সবার সম্মতিতে দৈনিক মানবকন্ঠের চাঁদপুর প্রতিনিধি শাহাতাৎ হোসেন শান্তকে আহবায়ক , আলোকিত বাংলাদেশ চাঁদপুর প্রতিনিধি-শওকত আলী ও আমাদের সময় চাঁদপুর প্রতিনিধি এম এ লতিফকে যুগ্ম আহবায়ক , ৭১ টেলিভিশন ও ভোরের ডাক- চাঁদপুর প্রতিনিধি কাদের পলাশকে সদস্য সচিব করা হয়। এই কমিটির সদস্যরা হচ্ছেন,প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, গাজী টিভির চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌস(চাঁদপুর সদর), যায়যায়দিন শাহরাস্তি প্রতিনিধি আবুল কালাম (শাহরাস্তি), দি নিউ ন্যাশান এর মতলব প্রতিনিধি কামরুজ্জামান হারুন(মতলব উত্তর), আমাদের সময় মতলব প্রতিনিধি মাহফুজ মল্লিক(মতলব দক্ষিণ), এশিয়ান টিভি চাঁদপুর প্রতিনিধি মো.খুরশিদ আলম (হাইমচর) ভোরের কাগজ কচুয়া প্রতিনিধি রাকিবুল ইসলাম (কচুয়া),যুগান্তর ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী (ফরিদগঞ্জ) ও দৈনিক বর্তমান চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু (হাজীগঞ্জ)। এই আগামী তিন মাসের মধ্যে কেন্দ্রীয় গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

একই রকম খবর

Leave a Comment