স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের আইপিএস এর ব্যাটারী চুরি হয়েছে।
১২ জুলাই শুক্রবার ফজর নামাজের পর এ ঘটনা ঘটে। দিন দিনই এ এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ছে।
বাগাদী চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাও. আবু বকর সিদ্দিক ফারাজী জানায়, শুক্রবার ফজর নামাজের পর খাদেম মসজিদ পরিস্কার করতে এসে আইপিএস এর ব্যাটারী না দেখতে পেয়ে আমাকে জানায়। নামাজের পর মসজিদে মুসল্লি না থাকায় ব্যাটারীটি চুরি হয়।
স্থানীয় মোঃ হালিম বেপারী, আঃ রহমান, রফিক পাটওয়ারী, কবির পাটওয়ারী, রহিম গাজীসহ কয়েকজন জানায়, মসজিদে এই প্রথম চুরি হলেও গত কয়েক মাসে প্রায় ২০ টি দোকানের নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়ছে। তাই এ ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন এলাকাবাসী।