স্টাফ রিপোর্টার : প্রতিদিন সঞ্চয় করি সুখী সমৃদ্ধ জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের বাগাদী চৌরাস্তা ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে বাঘাদি চৌরাস্তায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আউটলেক শাখার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় ৮ নং বাগাদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল এর সভাপতিত্বে ও জাকির হোসেন হিরোর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন এ.বি.পি এন্ড রিজিওনাল ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক কুমিল্লা অঞ্চলের মোঃ মোজাফফর হোসাইন। এজেন্ট ব্যাংকিং শাখার আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাচ বাংলা ব্যাংকের চাঁদপুরের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জামাল আবু নাসের, এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন, সেলিম মিয়া ,রতন, কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্লাহ খান।অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর স্বত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন স্বপন ও শাহাদাত হোসেন বাবু।