স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরের বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গনি চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে ১ জুলাই, সোমবার সকাল ৯ টায় আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক এম কামরুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল বারেক গাজী, সাবেক সদস্য মাওলানা জাকির হোসেন হিরু, ৭নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন, শিক্ষক আলমগীর হোসেন শেখ।
মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য আক্তার হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার জাহিদ হোসেন, সমাজসেবক তাজুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন পাটওয়ারী, শামিম জমাদার, জাহাঙ্গীর হোসেন, মাওলানা রফিকুল ইসলাম ও জাকির হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন মজুমদার।