বাগাদী ইউনিয়ন পরিষদের ‘উন্মুক্ত বাজেট ঘোষণা’

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের ১ কোটি ৯১ লক্ষ ৬৭ হাজার ছয়শত চব্বিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন। চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান-এই শ্লোগান নিয়ে স্থানীয় সরকার ও গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় এবং ইউনিয়ন পরিষদের বাজেট ব্যবহারে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের সহযোগিতায় ‘উন্মুক্ত বাজেট ঘোষণা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান (নাজিম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পীরজাদা মাওলানা মোঃ আশেকুল আরেফিন ও গীতা পাঠ করেন ইয়েস সদস্য অসিমা দাস। পরিষদের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিষদের সকল কাজ বাস্তবায়ন করতে হবে। আজকের বাজেটটি জনসাধারণের জন্য একটি কল্যাণমুখী বাজেট।

তিনি আরও বলেন, বাজেটের সকল বরাদ্দই পরিষদের আন্তরিকতায় জনগণের কল্যাণে ব্যয় হবে বলে বিশ্বাস করি। বর্তমান সরকার একটি জনকল্যানমুখী সরকার। সব সময় জনগণের কল্যাণের জন্যই এ সরকার কাজ করে যাচ্ছে। সরকারের কাছ থেকে প্রাপ্য বরাদ্দ আনুপাতিক হারে দেওয়া হবে। এবছরের বাজেটের সকল বরাদ্দই যেন স্বচ্ছতার সাথে সফলভাবে ব্যয় হয় এবং সকল কাজই যেন স্বচ্ছতার সাথে হয় এজন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য তিনি সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।

পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বলেন, আপনারা সহযোগিতা করলে এই ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। আমরা ইতিমধ্যে ওয়ার্ড সভা করেছি। ওয়ার্ড সভা থেকে বেশ কিছু প্রস্তাবনা, সুপারিশ ও সমস্যা উঠে এসেছে। ওয়ার্ড সভা থেকে জনগণের সুপারিশ ও প্রস্তাবনাগুলো বাজেটে অগ্রাধিকার দিয়েছে। ওয়ার্ড সভার প্রস্তাবনা ও সুপারিশগুলো ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য নারী-পুরুষ সকলের সহযোগিতা প্রয়োজন। ইউনিয়নের নারী ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও দারিদ্র বিমোচনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনসাধারণের সহযোগিতা থাকলে ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কার্যক্রমে আপনাদের এগিয়ে আসতে হবে। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য তিনি সনাককে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী বলেন, আজকের বাজেটের খাতগুলো আমি দেখলাম। আমার মনে হলো এটি একটি জনকল্যাণমুখী বাজেট। তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। আমি আশা করছি জনসাধারণের সহযোগিতায় এই ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ আরও ত্বরান্বিত হবে।

উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পরিষদের সেবার মানের আরও উন্নয়ন হবে। ব্যাপক জনসাধারনের উপস্থিতিতে ইউনিয়নের বাজেট ঘোষনার জন্য পরিষদ ও সনাককে ধন্যবাদ জানান। মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বলেন, আমরা বাজেটটি দেখলাম। অত্যন্ত জনকল্যানমুখী একটি বাজেট। আমরা আমাদের পরিষদ থেকে ইউনিয়নের উন্নয়নে প্রাপ্যতা সাপেক্ষে সার্বিক সহযোগিতা করে যাবো। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানা।

সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক বলেন, বাজেট ঘোষনার আগে আমরা বিভিন্ন ওয়ার্ডে সভা করেছি। ওয়ার্ড সভায় জনসাধারণ বিভিন্ন সুপারিশ করেছেন। আমরা আশা করছি পরিষদ সেগুলো বিবেচনায় নিবেন। আমরা চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনমুখী একটি বাজেট। তিনি আরও বলেন, আজকের এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে আপনারা যে সুপারিশগুলো করেছেন এবং সুচিন্তিত যে মতামত দিয়েছেন কর্তৃপক্ষ তা অবশ্যই বিবেচনায় নিবে বলেন প্রত্যাশা করছি। আজকের এই বাজেট সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

টিআইবি’র রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা। বাজেটের বিস্তারিত আলোচনা করেন পরিষদের সচিব মোঃ মহিবুবুল আহসান। এছাড়াও বক্তব্য রাখেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইছহাক গাজী, সংরক্ষিত নারী আসনের সদস্য পারুল বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের আহŸায়ক মোঃ নজরুল ইসলাম মিয়াজী, সমাজসেবক ও রাজনীতিবীদ মোঃ বারেক গাজী প্রমুখ। বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় এসময় উপস্থিত জনসাধারণ কিছু সুপারিশ, মতামত, সমস্যা তুলে ধরেন।

মতামত তুলে ধরেন মোঃ জাহাঙ্গীর খান ও রোকেয়া বেগম। রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্প পোষ্ট স্থাপন, নারীদের সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধী ভাতা দেওয়া, ইউনিয়নের মসজিদগুলোতে সোলার দেওয়া, আর্সেনিকমুক্ত ডিপটিউবয়েলের ব্যবস্থা করা, ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো পাকাকরণসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, নারী নেত্রী, সমাজকর্মী, কৃষক, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের কর্মচারী, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং টিআইবি’র কর্মীবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment