প্রেস বিজ্ঞপ্তি : ‘চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান’-এই শ্লোগান নিয়ে ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি’র সার্বিক সহযোগিতায় গতকাল সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ও ইউনিয়ন সমাজকল্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সনাক চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও সনাক সদস্য মোঃ আব্দুল মালেক।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন বলেন, আমরা পরিষদ থেকে নিজেদের উদ্যোগে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বি করার জন্য প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
এবারের বাজেটেও আমরা নারীদের উন্নয়নের জন্য বরাদ্দ রেখেছি। ইউনিয়নের স্থায়ী কমিটিগুলোকে আরও শক্তিশালী করার জন্য আমরা প্রযোজনীয় উদ্যোগ গ্রহণ করবো। তিনি বলেন, আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।
তিনি ইউনিয়নের মেম্বারদের আরও দায়িত্ববান হওয়ার অনুরোধ করেন। তিনি আরও বলেন, ইউনিয়নে কোন অভিযোগ আসলে আমরা তা দ্রুত নিস্পত্তি করে থাকি। মাদক বা যেকোন নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইউনিয়ন পরিষদে জনঅংশগ্রহণ আরও নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ইউনিয়নে সেবা নিতে আসা জনসাধারণ যেন সেবা নিতে আসলে কোন ধরণের হয়রানীর শিকার না হয় সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। পরিষদের যেকোন কার্যক্রমে সনাক-চাঁদপুর আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা করছি। স্বচ্ছতা, জবাবদিহিতা, পরিচ্ছন্ন ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য আমরা শতভাগ চেষ্টা করে যাচ্ছি। ইউনিয়নের সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এই কমিটির কাজগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য সকলের প্রতি আহবায়ক জানান। তিনি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সনাক-চাঁদপুরের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহŸায়ক ও সনাক সদস্য মোঃ আব্দুল মালেক বলেন, সনাক-চাঁদপুর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার ক্ষেত্রে এই ইউনিয়ন পরিষদে বিগত চার বছর যাবৎ কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে স্ট্যান্ডিং কমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি স্ট্যান্ডিং কমিটিগুলোকে আরও শক্তিশালীকরণের জন্য পরিষদের প্রতি আহবায়ক জানান।
বিশেষ করে ইউনিয়নের সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। এই কমিটিকে আরও শক্তিশালী করার জন্য পরিষদের প্রতি আহবায়ক জানান। তিনি আরও বলেন, ইতিমধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন বৃদ্ধিতে এই পরিষদের সদস্যগণ শুদ্ধাচার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি শুদ্ধাচার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণটি পরিষদের সেবার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
টিআইবি’র রাজন চন্দ্র দে’র সঞ্চালনায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও ইউনিয়ন পরিষদের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ বৃদ্ধিতে সনাক-এর সফল উদ্যোগ ও ইতিবাচক অর্জন বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা।
নাগরিক/জনসাধারণ সকল ধরনের তথ্য সেবা পাচ্ছে কিনা; সিটিজেন চার্টার/তথ্য বোর্ড যথাযথ স্থানে রয়েছে কিনা; ভাঁজপত্র রয়েছে কিনা; হালনাগাদ নোটিশ বোর্ড প্রদর্শিত আছে কিনা; দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রয়েছে কিনা ও স্বত:স্ফুর্তভাবে তথ্য প্রদান করা হচ্ছে কিনা এই বিষয়ে বক্তব্য রাখেন পরিষদের সচিব মহিবুবুল আহসান। ইউনিয়ন সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অংশগ্রহণমূলক আলোচনা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির নিয়মিত সভা আয়োজন এবং সভায় নারীদের অংশগ্রহণ ও মতামত প্রদান বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: ইচাহাক গাজী, মোঃ জাকির হোসেন খান, মোঃ মনির হোসেন, মোঃ ইলিয়াছ খান, মনসুর খান, মোঃ রিয়াজ উদ্দিন পাটওয়ারী, টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ) শিশির কুমার সরকার ও ইয়েস দলনেতা মোঃ আবু সালেহসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।