বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়ম

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলাস্থ বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অনিয়মের কারণ উল্লেখ্য করে গত বৃহস্পতিবার (২৭ জুন) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ঘোষিত তফসিল বাতিল ক্রমে পুনঃ তফসিল ষোঘণার প্রার্থনা জানান।

এর আগে চাঁদপুরের সহকারী জজ আদালতে এসব অনিয়ম নিয়ে মামলা দায়ের করা হয় । আদালত বিষয়টি আমলে নিয়ে বাদী অভিভাবক সদস্যকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগটি নিস্পত্তি করতে বলা হয় ।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫/০৫/২০১৯ তারিখের ০৫.৪২.১৩২২.০০১.০৭.০০৭.১৮-০৯২ নং স্মারক মূলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের স্মারক এর মূলে প্রার্থী হিসেবে মনোনয়রপত্র সংগ্রহ করি।

মনোনয়ন পত্র সংগ্রহ কালে প্রধান শিক্ষকের নিজ স্বাক্ষর ও তারিখ ব্যতিত শুধুমাত্র সীল মোহরকৃত ভোটার তালিকা প্রার্থীদেরকে প্রদান করা হয়। উক্ত ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায় যে, চূড়ান্ত প্রকাশিত ও সরবারহকৃত ভোটার তালিকা পূর্ব ম্যানেজিং কমিটির অনুমোদনহীন, যাতে ৭৪০-১০১৫ নং পর্যন্ত ২৭৫ জন ভোটারসহ আরো ৬১ জন ভোটারের কোন ঠিকানা দেয়া হয়নি। এছাড়াও প্রকাশিত ভোটারের তালিকায় কোথাও ছাত্র ও অভিভাবকের সম্পর্ক উল্লেখ্য করা হয়নি।

প্রকাশিত ১৬জন অভিভাবক মৃত ভোটার হওয়া স্বত্বেও ভোটার তালিকাভুক্ত করা হয়। এছাড়া ভোটার তালিকায় ১৫ জনের নাম ২বার ভোটার হিসেবে দেখানো হয়। ৭ জনের ভোটার তালিকায় ভোটারের নাম নাই। যা বিধি বহির্ভূত ও বে-আইনী।

উক্ত বিধি বহির্ভূত ও বে-আইনি ভোটার তালিকা মতে প্রকাশিত নির্বাচনী তফসিল অবৈধ। এমতাবস্থায় উক্ত বিধি রহির্ভূত ভোটার তালিকা সংশোধন করে পূর্বে কমিটি দ্বারা সংশোধীত ভোটার তালিকা অনুমোদন স্বপক্ষে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের পূণঃ তফসিল ঘোষণা দাবি জানান।

এছাড়া এক প্রার্থী ভোটার না হয়েও প্রার্থী হয়েছে। অন্যদিকে মোঃ তাজুল ইসলাম গাজী বড় ডিজিটাল ব্যানার টানিয়ে নির্বচনী প্রচারণ চালাচ্ছে। যাহা নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত।

একই রকম খবর