বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষক প্রার্থী!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে রাজরাজেস্বর মুজাপরিয়া দাখিল মাদ্রাসার কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক মো. আলমগীর শেখ অবৈধ প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেয়ার অভিযোগ উঠেছে।

২০০৯ এর ৭ (২)-তে বলা আছে, কোনও শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা ম্যানেজিং কমিটি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবে না এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) কোনও শিক্ষক সভাপতি বা ম্যানেজিং কিমিটি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২০ জুন) মনোনয়পত্র যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। মোট ৭ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্য মো. আলমগীর শেখ অনিয়মিত শিক্ষার্থী দিয়ে প্রার্থী হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামি ২০ ও ২১ জুন মনোনয়নপত্র পত্যাহারের শেষ দিন। আগামি ৬ জুলাই ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানাযায়, মো. আলমগীর শেখের ছেলে মুজাহিদুল ইসলাম চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এÐ কলেজের ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার নিয়মিতি শিক্ষার্থী। তার রোল নং ৯। এখন তার ছেলে মুজাহিদুল ইসলামকে আবার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নিয়ে ভর্তি করিয়ে প্রার্থী হয়েছে। বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে তার রোল নং ২২। এক শিক্ষার্থী এক সাথে দু’বিদ্যালয়ে ভর্তি হয়ায় প্রশ্ন উঠেছে সচেতন মহলের কাছে। ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোটার তালিকায় মো. আলমগীর শেখর ভোটার নং ২২।

তবে মুজাহিদুল ইসলমা চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুলের শিক্ষার্থী। কিন্তু ম্যানেজিং কমিটির নির্বাচন করার জন্য মো. আলমগীর শেখ তার ছেলেকে পূনরায় বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়েছে। তবে এমন অতিথি শিক্ষার্থী দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন করতে পারবে না বল সাব জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার। তিনি জানান, নিয়মিত শিক্ষার্থী ছাড়া ম্যানেজিং কমিটির নির্বাচনে কোন প্রার্থী বৈধ হবেনা।

এছাড়াও তিনি একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষাক। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর মুজাপরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারীর দায়িত্বে রয়েছে।

এ বিষয়ে বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এম কামরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ জুন) ম্যানেজিং কমিটির নির্বাচনের শেষ দিন ছিলো। সবাই মনোনয়ন পত্র জমা দিয়েছে। আজ মনোনয়ন পত্র যাচাই-বাচাই হবে।

তিনি অনিয়মিত ছাত্র দিয়ে নির্বাচনের বিষয়ে জানান, আমরা নিয়ম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করিয়েছি এবং ভোটার তালিকা করেছি। তাবে কেউ যদি অনিয়মিত শিক্ষার্থী দিনয়ে প্রার্থী হয়ে থাকে তার বিষয়ে রিটানিং কর্মকতা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষটির সিদ্ধান্ত নিবে।

প্রসঙ্গত , বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) কোনও শিক্ষক সভাপতি বা ম্যানেজিং কিমিটি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা এক রুলের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৯ এর ৭ (২)-তে বলা আছে, কোনও শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা ম্যানেজিং কমিটি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না। এ কারণে আদালত কোনও শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নির্বাচিত বা মনোনীত হতে পারবেন না বলে রায় দিয়েছেন।’

একই রকম খবর