স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজি বিল্লাল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. হারুনুর রশিদ খন্দকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।