বাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইফতা মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা বাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কুরআন ও ইফতার মাহফিল বুধবার (৩০ মে) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।

বাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বাগাদী মাদ্রাসার আরবী প্রভাষক পীরজাদা মাওলানা মু. মাহফুল উল্যাহ খানের সভাপতিত্বে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, মাওলানা মো. আবদুল মান্নান, মাওলান, মাহমুদুল হাসান সালেহী।

এসময় উপস্থিত ছিলেন, ১নং বালুথুবা ইউনিয়ন পরিষরেদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন কমিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হিরু, নানুপুরের পীর আলহাজ্ব মোহাম্মদ ইবনে ওয়াজি উল্যাহ, পীরজাদা আহম্মদ উল্যাহ,  পীরজাদা আশেকুল আরেফিন খান নাহিদ প্রমুখ।

এসময় অত্র বাজারের হাজারো মুসল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

 

একই রকম খবর