চাঁদপুর খবর রির্পোট: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারির খাদ্য পণ্যে তৈরী করায় চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি জানান, গতকাল বাঘরা বাজারে খামিরে মাছি এবং নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে বাংলাদেশ বেকারি নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০ হাজার জরিমানা করা হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।