বাপসার কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের ৪জন অর্ন্তঃভুক্ত

চাঁদপুর খবর রিপোর্ট ঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্নাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা বাপসার ৪জনকে অর্ন্তঃভুক্ত করা হয়েছে।

৩০ এপ্রিল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাসিবের ) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদকে সভাপতি মন্ডলীর সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩জনকে অর্ন্তঃভুক্ত করা হয়। এরা হচ্ছেন এম এ কুদ্দুছ আখন্দ রোকন, মোঃ গোলাম মোস্তফা শামীম, মোঃ আবু বকর সিদ্দিক মানিককে অন্তঃভুক্ত করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে চাঁদপুরের ৪জনকে অন্তঃভুক্ত করায় চাঁদপুর জেলা বাপসার পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহবার আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব)সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকলের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

একই রকম খবর