বাপসার কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের দু’জন মনোনীত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের দুজন মনোনীত হয়েছেন।

চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ বাপসার সভাপতি সুলতান মাহমুদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার)সাধারন সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাসার কেন্দ্রীয় কমিটি সভাপতি এইচ এম রেজাউল করিম (তুহিন), সাধারন সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতান মাহমুদ দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সদর উপজেলা আশিকাটি ইউপি সচিবের দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন একজন দক্ষ সংগঠন, তিনি কর্মজীবনের পাশাপাশি মঞ্চ নাটকে অভিনয় করে যাচ্ছেন। তিনি আইটির উপর বিশেষ অভিজ্ঞতা থাকার কারনে প্রশাসনের কাছে ব্যাপক গ্রহন যোগ্যতা অর্জন করেছেন। তিনি সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের দুজন মনোনীত হওয়ায় ইব্রাহীমপুর ইউপি সচিব সালামতউল্ল্যাহ খান, রামপুর ইউপি সচিব রাকিবুল হাসান, কল্যানপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে মনোনীত দুজন তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালক করতে পারেন সে জন্য তারা চাঁদপুরের জেলার সকল ইউনিয়ন পরিষদ সচিবসহ সর্বস্তরের লোকদের সহযোগীতা চেয়েছেন।

একই রকম খবর