স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেছেন শিক্ষা ছাড়া কোন জাতি কোন ক্ষেত্রেই উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
৫ জুন শুক্রবার সকাল ১০টা বাবুরহাট উচচ বিদ্যালয় প্রাঙ্গণে চাঁদপুর সোনালী সুদিন সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও ২০১৯ সালের কৃতকার্য মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতিকে শতভাগ শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। হতদরিদ্র ও অসহায় পরিবারের সন্তাদের স্কুল মূখী করতে বিভিন্ন উদ্যোগ চালু করেছেন। বিনামূল্যে বই বিতরণ করছেন। যার ফলে দেশর অবহেলিত শিশুরা বিনামূল্যে পড়া-লেখার সুয়োগ পাচেছ। মেয়র বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন করতে সাবেক সফর পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুরের উন্নয়নের রুপকার, আমাদের এমপি ডাঃ দীপু মনিকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
তিনি দায়িত্ব গ্রহন করে শিক্ষা ব্যবস্থায় ব্যপক পরিবর্তন এনেছেন, যার সুফল সারা দেশের শিক্ষার্থীরা ভোগ করছেন। মেয়র সোনালী সুদিন সমাজ কল্যান সংস্থার প্রসংশা করে বলেন, এ প্রতিষ্ঠানটি যেমনি ভাবে অসহায় মানূষদের পাশা পাশি, মেধাবী গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে, তাদেরকে যেভাবে পড়া-লেখায় উৎসাহ দিয়ে যাচেছন, এমনি ভাবে সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এসে দাড়ায়, তাহলে আমাদের সমাজ থেকে দারিদ্রতা দূর হবে এবং শিক্ষার হার বহুগুনে বৃদ্ধি পাবে।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও এ সংগঠনের উপদেষ্টা মোঃ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে এবং এ সংগঠনের সভাপতি এম,এ, হানিফ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য, মোঃ নুরুল ইসলাম পাটওয়ারি, পৌর কাউন্সিলর খান বাহাদুর, আব্দুল মালেক, সমাজ সেবক মোঃ শহীদুল্লাহ খান, সুকমল কর রামু, পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম নয়ন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সমন্বয়ক ও সংগঠনের যুগ্ন-সম্পাদক শেখ শরিফ আহমেদ সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন, কৃতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র তুলেদেন অতিথিবৃন্দ।