বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

সাইদ হোসেন অপু চৌধুরী ঃ চাঁদপুর জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশযুগ পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান প্রাক্তন ছাত্র শহীদ উল্লা মাস্টার ।

তিনি তার বক্তব্যে বলেন, এ স্কুলের সূচনা হয়েছে ১৮৮২ সালে।জেলার দ্বিতীয় প্রাচীনতম বিদ্যালয়। প্রথম প্রাচীনতম স্কুল হাসান আলী স্কুল। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এ স্কুলের প্রাক্তন ছাত্র আইজিপি জাবেদ পাটওয়ারী।

তিনি আরো বলেন, উদযাপনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি । সাংবাদিকদের এখনই আমন্ত্রন জানানো হলো । আমাদের প্রস্তুতি আমাদের ম্যাগাজিনে বিস্তারিত উল্লেখ্য থাকবে। আমাদের বাজেট ১ কোটি টাকার উপর। ১৫শ’ রেজিস্ট্রেজ অলরেডী করা হয়ে গেছে। প্রচুর শুভাকাঙ্খী এ উৎসবে অনুদান পাঠিয়েছে। অনেকে এ স্কুলের ছাত্র না হয়েও আর্থিকভাবে সহযোগিতা করেছে। প্রাক্তন ছাত্র সবুর খান পুরো অনুষ্ঠানের খাদ্যের দায়িত্ব নিয়েছেন। আইজিপি জাবেদ পাটওয়ারী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রধান, সিলেট গ্যাস ফিল্ডের এমডি স্কুলের ও আমারও ছাত্র। তিন জনের নামে ব্যাংক একাউন্ট করা হয়েছে যাতে খরচের স্বচ্ছতা থাকে। আমরা ছাত্রদের কল্যাণ্যের জন্য কল্যাণ ট্রাস্ট করার পরিকল্পনা করেছি। কল্যাণ ট্রাস্ট কমিটির প্রধান করবো প্রাক্তন ছাত্র আইজিপি জাবেদ পাটওয়ারী ।

তিনি বলেন,বাবুরহাট স্কুল এন্ড কলেজকে ডিগ্রীতে উন্নীত করতে পদক্ষেপ গ্রহন করেছি । ইতিমধ্যে কলেজটিকে ডিগ্রীর অনুমতির জন্য জায়গাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছি । আশা করছি শিক্ষামন্ত্রী ও কুমিল্লা বোর্ড এর সহযোগিতা কামনা করেছি ।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উদযাপন কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এ স্কুলের প্রাক্তন ছাত্র আইজিপি জাবেদ পাটওয়ারী। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর মিডিয়ার মাধ্যমে যাবে দেশ বিদেশে আমাদের এ আয়োজনের খবর যাতে পৌঁছে তাই আজকের এ সংবাদ সম্মেলন।

উৎসব কমিটির প্রকাশনা ও মিডিয়া পরিষদের আহবায়ক ও প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, প্রাক্তন ছাত্র সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রাক্তন ছাত্র আব্দুল হাই, উৎসবের প্রথম উদ্যোক্তা এ্যাডভোকেট জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর কণ্ঠ বার্তা সম্পাদক এইচএম আহসান উল্যা, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক মতলবের আলোর সম্পাদক কে এম মাসুদ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম, দৈনিক মতলবের আলোর সহ- সম্পাদক অভিজিত রায়,দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম খবর